বাঁদর ছেলে পড়া ফেলে
কোথায় বেড়াস ঘুরে
সবাই তোকে খুঁজে বেড়াই
সারা পাড়া জুড়ে।


বলতে পারিস খুঁজিস কি তুই
কি তুই পেতে চাস
তোর মনে নেই চিন্তা কোন
ফেল হবি না পাস।


ঘুড়ি উড়াস ফড়িং ধরিস
সাঁতার কাটিস জলে
তুই কেন চাস এমন করে
যেতে গোল্লায় চলে।


ভালবাসিস বন জঙ্গল
ঘর বাড়ি সব ফেলে
বলতো দেখি এমন কি সুখ
তোর সেখানে মেলে।


গাছ পখি ফুল প্রজাপতি
খেলে আমার সনে
খেলার সাথী কেউ ঘরে নাই
তাই চলে যাই বনে।