চাও না যেতে জান্নাতে কে হাত তোল তো ভাই
হাত না তুলে বেশ বোঝালে সবাই যেতে চাই।
কোন পথে জান্নাতে যাবে খোঁজ নিয়েছ তার
নইলে সবই ব্যর্থ হবে পাবে না তার দ্বার।
তৈরি করো রাস্তা যদি জান্নাতে যেতে হয়
জেনে রেখো সেথায় যাওয়া মোটেই সহজ নয়।
সেথায় আছে এক দৈত্য চাইবে গেলেই জানতে
পড়াশুনা ঠিক ঠাক করতে গুরুজনদের মানতে?
ঠকাওনি তো কাউকে কিংবা দাওনি তো ধোঁকা
তা করলে জান্নাতে প্রবেশ হচ্ছে না আর খোকা।
এই দুনিয়াই জেনো জান্নাত, দোজখও এইখানে
কর্ম দেবে ঠিক করে ঠাঁই কে পাবে কোনখানে।
রাখবে মনে নেক বিচার আর হবে ইমানদার
কঠিন হবে না হাশরের ময়দানটা করা পার।