ধুলোউড়ে বালি উড়ে
খড়কুটো উড়ে তাও
কালবৈশাখী এল
এই বেলা সামলাও।


হু হু করে হাওয়া বয়
মানে না সে কারো বশ
গাছপালা ঘরবাড়ি
ভেঙে হয় তছনছ।


মাথা নুইয়ে উঁচু গাছ
প্রাণ তার সামলায়
ঝুঁকতে না জানে যারা
মরে ঝোড়ো হামলায়।


ঝড় আসে চলে যায়
রেখে যায় তার ছাপ
সৃষ্টির সূচনা সে
কেউ বলে অভিশাপ।