মনের কথা হয়নি বলা তোমায় কভু খুলে
তাই বলে কি এমন ভাবে আমায় যাবে ভুলে।
মন দিয়েছি কখন তোমায় আমার জানা নাই
তাই লুকিয়ে তোমার বাড়ির পথে আসি যাই।
নূপুর পায়ে আওয়াজ তুলে যখন তুমি যাও
ভাবি আমার পানে কখন দুচোখ তুলে চাও।
তোমার সাথে কথা কওয়ার ইচ্ছে আমার খুব
মাঝে মাঝে যাও হারিয়ে কোনখানে দাও ডুব।
চাইনে কিছু একটু শুধু হৃদয়ে ঠাঁই চাই
প্রেম ছাড়া আর এই কাঙালের চাওয়ার কিছু নাই।
আমার আকাশ তুমি বিনা অমাবস্যার মত
মনের মাঝে একই কথা বলছি অবিরত।
যদিও ওঠে চাঁদ আকাশে তবুও বেড়াই খুঁজে
তুমি যে চাঁদ আমার জেনেও রও কেন না বুঝে।