এক দল রাত জাগা পাখি উড়ে গেল
আকাশের পানে চেয়ে জেগে আছি ঠায়
তবে এত রাতে বুঝি খিদে ফিরে এল
আগুন লেগেছে বনে জ্বলে পুড়ে যায়।
কর্মহীন দিন কাটে বেকারত্ব জ্বালা
হৃদয়ের কোন মূল্য রইল না আর
বুঝি ছিঁড়ে যেতে চায় স্বপনের মালা
সে এগিয়ে এলে তারে করি পরিহার।


এক ফোটা মেঘ নেই আকাশের বুকে
রোদে তাপে উবে গেছে সব দয়া মায়া
ওই পারে গেলে যায় সব ল্যাঠা চুকে
গাছ নেই, কোনখানে পাব তার ছায়া।
জ্যোৎস্না ছড়ায় হাসি রাত হলে পরে
বলে, " বোকা, এইভাবে কেউ রাগ করে?"