আজকে যদি হঠাৎ বৃষ্টি নামে
চাইব ভিজে যেতে সেই বৃষ্টিতে
যদি ছাতা সঙ্গে থাকে তবু
খুলে ধরতে চাইব না মাথাতে।
এত ময়লা জমছে দেহ মনে
ঘৃন্য হয়েছি নিজেই নিজের কাছে
আসুক বৃষ্টি নামুক অঝোর ধারায়
ভাল হয় সব ধুয়ে গেলে বৃষ্টিতে।
শুকিয়ে গিয়েছে খাল বিল চারিদিকে
পৌরসভা থেকে মাপা জল আসে
নিকাশী নালায় পোকা কিলবিল করে
এখন জলের অভাব জৈষ্ঠ্য মাসে।
আকাশের বুকে মেলে না মেঘের দেখা
তৃষ্ণা তবে কি মিটবে না কোনদিন
বৃষ্টিতে ভিজে জুড়াতে চেয়েছি জ্বালা
দেখছি এখন সে সম্ভাবনা ক্ষীণ।