চলতে চলতে পথে ক্ষণিক দেখা
আবার কখন হয় যে ছাড়াছাড়ি
শমন এলে তাকায় কে আর পিছে
তার ডাকেতে নিমেষে দেয় পাড়ি।


যে যায় চলে যায় সে সবই ফেলে
থাকতে চলে নিত্য কাড়াকাড়ি
সহজ কথা বোঝে না কেউ কেন
কার এখানে চিরস্থায়ী বাড়ি?


কত সময় বিবাদ করে কাটে
জীবন জমি পতিত পড়ে রয়
হঠাৎ বিদায় ঘণ্টা বেজে উঠে
থাকতে সময় হয় না বোধোদয়।


সারা জীবন বহু সঞ্চয় করে
শূন্য হাতে বিদায় নিতে হয়
সে ঠাঁই করে নেয় মানুষের মনে
যে মানুষের হৃদয় করে জয়।


ছেড়ে যাওয়ার পরেও কত জন
মনের মণিকোঠায় বেঁচে থাকে
যে জন মনের খবর রেখেছিল
ভুলতে পারে কেউ কখনো তাকে।