কিছু কথা বলার আছে শুনবে না কেউ জানি
অভাব অনটনের ঘরে চলছে টানাটানি।


শুকনো হাসি যাচ্ছি হেসে হাসতে হবে ভাই
'নেই ভাল' এই কথা মুখে বলতে কভু নাই।


ঘরে আগুন লাগিয়ে কেউ হাসে আনন্দেতে
গৃহহীন যে ফুটপাতে শোয় গামছাখানা পেতে।


সবাই মানুষ তবু তাদের ভাবনা সমান নয়
গিলছে রাহু চাঁদ ক্রমশঃই যাচ্ছে হয়ে ক্ষয়।


পাকে আরও যাচ্ছে ডুবে শুধুই চোরাবালি
টেনে তুলে না বাঁচিয়ে দেয় ছুঁড়ে হাততালি।


বেশ তো ভাল আছি ভাবি সত্যি আছি কত
ধ্বস নেমেছে দেখছে না কেউ কত গভীর ক্ষত।