আমরা বাঙালী ভুলতে কি পারি রবীন্দ্র নজরুল
হিন্দু মুসলমান দুই ভাই এক বৃন্তের ফুল।
ধর্মের নামে বিভেদ প্রাচীর কাউকে দেব না গড়তে
ভাইকে বাঁচাতে ভাইয়ের জন্য রব প্রস্তুত মরতে।
ভাইকে তাড়াতে তোমার পাশে কভু কি দাঁড়াতে পারি
ঠাঁই পাবে ভাই বক্ষ মাঝেই আসে যদি মহামারী।
ভুলে যাব নাকি যুগ যুগ ধরে মোরা আছি পাশাপাশি
জান না প্রাণের চেয়েও ভাইকে কত বেশী ভালবাসি।
বৃথাই এঁটেছ যতেক ফন্দী ব্যর্থ হবেই আশ
মোদের ঐক্য জেনো তোমাদের  আনবে সর্বনাশ।
যারা কুচক্রী তাদের বলছি হও সব সাবধান
ঐক্যে আঘাত হানতে চাইলে পাবে না পরিত্রাণ।