কলকাতা যে তলিয়ে গেল
মাত্র দু দিন বৃষ্টিতে
জল ছাড়া আর কোন কিছু
আসছে না তো দৃষ্টিতে।


জলের তলায় খানা খন্দ
বোঝার কোন উপায় নাই
ম্যান হোল পাতা ফাঁদে পড়ে
কত প্রাণ হারায় তাই।


নোংরা, আবর্জনা  ধুয়ে
কোলকাতা হয় পরিষ্কার
গ্রীষ্ম কালে বর্ষা এলে
লাগে তখন  চমৎকার।


সবার ডাকে বর্ষা আসে
প্রানের জ্বালা জুড়িয়ে যায়
কিন্তু মানুষ স্বার্থপর
বলে এবার হোক বিদায়।