আদিম লালসা পালিত হচ্ছে নীরবে মনের কোণে
মানব না যদি প্রতিবাদ করো তার
কন্যা সমান ভ্রাতুষ্পুত্রী
যার পুতুল খেলার বয়স হয়নি পার
শৈশবের গণ্ডি করেনি অতিক্রম
যার বুকে সরলতা ছাড়া কিছুই ছিল না আর
সন্দেহের বীজ হয়নি অঙ্কুরিত
স্বপ্নেও সে ভাবতে পারেনি
তাকে হতে হবে পিতৃপ্রতিম পিতৃব্যের লালসার শিকার।
মানুষ ও পশুতে কি পার্থক্য রইল আর
বোধ হয় পশু হওয়া ছিল ভাল ঢের
তারাও হয় না এত বেপরোয়া, অসংযমী
আরশীর সামনে দাঁড়াব কেমন করে
কেমন করে দেখব মুখ আর লজ্জায়।
পিতৃব্যের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হল
সভ্যতার বুকে মানুষ টানল কলঙ্কের দাগ
কেমন করে মনুষ্য জন্মের গর্ব করতে পারি
যেখানে আনাচেকানাচে লালিত হচ্ছে ব্যভিচার।
জানি না কি করে হয়েছে রটনা
মানুষের মত উন্নত প্রাণী নেই আর পৃথিবীতে
বুঝি না কেন এই কথা আছে প্রচলিত
যে কথা তারাই নিত্য করে চলেছে খণ্ডিত।
মানুষ এখন পারে
জঘন্যতম কর্মে লিপ্ত হতে অনায়াসে
মানবতার ভীত কাঁপছে দেখেও
ওরা হাসে উল্লাসে।
বিবেকেকে দেখায় বৃদ্ধাঙ্গুষ্ঠ
জবাবদিহির ধারে না ধার
অভব্য উদ্ধত আচরণ ছাড়িয়ে যায় মাত্রা
কঠোর হস্তে রুখতে হবে নৈরাজ্যের পেশী প্রদর্শন
যে কোন মূল্যে রুখতে হবে ওদের
এসো করি অঙ্গীকার
আমরা রাখব অব্যাহত জয়যাত্রা মানবতার।