লকডাউন ও পরিযায়ী শ্রমিক
অমরেশ বিশ্বাস


ক'দিন থাকা যায় না খেয়ে না যদি পাই খেতে
টাকা কড়ি নাই পকেটে চাই ফিরে তাই যেতে।
একটু ভাল থাকব ভেবে এসেছিলাম যেথায়
দাঁড়াল না কেউ তো পাশে যখন মরি ব্যাথায়।
হাত বুলোতো মাথায়, যখন করতাম ওদের কাজ
লকডাউনে কাজ বন্ধ চেনেও না তাই আজ।
কবে হবে সব স্বাভাবিক কারো জানা নাই
ক'দিন থাকা যায় না খেয়ে ফিরছি বাড়ি তাই।
বিদেশ থেকে বিমান করে ফেরাও ওদের ঘরে
কেউ ভেবেছ শ্রমিকেরা ফিরবে কেমন করে?
যারা আসে বিদেশ থেকে পরিযায়ী তারা নয়
আমাদের বেলাতেই কেন তবে এসব বলা হয়?
আমরা গরিব তাই বলে কি নেই আমাদের মান
বিদেশ থেকে আসিনি কেউ দেশেরই সন্তান।
সবাই যেমন চাও বাঁচতে আমরাও তাই চাই
পরিযায়ী শ্রমিক যারা কেউ কি তাদের নাই?
পেতাম যদি ট্রেন তবে তো যেতাম ফিরে ঘরে
কেউ  চাও না বেঁচে থাকি না যেন যাই মরে।
তাইতো ফেরার পথ ধরেছি যাচ্ছি হেঁটে হেঁটে
ক্লান্ত শরীর টেনে এগোই জ্বলছে আগুন পেটে।
এগিয়ে চলার শপথ নিয়ে আমরা হেঁটে যাই
পথ সাক্ষী শ্রমিকদের কেউ দেশে আপন নাই।
ক্লান্ত শরীর নিই বিশ্রাম রেল লাইনের পরে
ট্রেন তো এল, নিয়ে যেতে নয় মরলাম চাপা পড়ে।
লজ্জায় মুখ লুকোয় না কেউ, চায় না নিতে দায়
ওরা মেতে রয় তো শুধু দুই বেলা তর্জায়।
ক্ষতিপূরণ দিয়েই এবার পাবে না আর পার
বুঝে নেবে শ্রমিকেরা ঠিক তাদের অধিকার।