মা নেই আমার তাই আমি আর ভিজি না বৃষ্টিতে
জ্বর যদি হয় জলপটি কেউ আসে না আর দিতে।


ভিজলে পরে বারণ করার কেউ নেই এখন আর
কেউ বলে না এবার খাবি আচ্ছা বেদম মার।


বারণ করার কেউ নেই তাই ভেজার মজা নাই
এখন কেবল চুপটি করে বৃষ্টি দেখি তাই।


বৃষ্টি এলে হাত পাতি না  বৃষ্টি ছোঁব বলে
'আয় বৃষ্টি ঝেঁপে' বলত মা নিয়ে তার কোলে।


মিষ্টি ছিল  মা'র বকুনি মিলবে না তা আর
মারলে পরে বেশী ব্যথা লাগত বুকে তার।


আয় বৃষ্টি আয় নিয়ে তুই সঙ্গে আমার মাকে
ভিজব আমি বৃষ্টিতে আর বলব, 'বকো' তাকে।


মা বকলে রাগ নয় আর নয়কো অভিমান
কেউ বলে না সোনা মানিক তুইতো আমার প্রাণ।


ভিজব ভাবি বৃষ্টিতে আর বকবে এসে মা
চোখে ভাসে সেইসব দিন ফিরে আসে না।