ছেঁড়া জামা পরে গায়ে
স্কুলেতে যাই
বই খাতা নিই হাতে করে
ব্যাগের যোগাড় নাই।


সকাল বেলায় মা কাজে যায়
জোটে না প্রাতরাশ
মা বলে যায় স্কুলে গিয়ে
পেটটা পুরে খাস।


হুটোপাটি ছোটাছুটি
দারুণ মজা হয়
অনেক বড় হওয়ার কথা
মাষ্টামশাই কয়।


পরের বাড়ি কাজ করে মা
কিনে আনে বই
মা চায় বড় হয়ে আমি
মানুষ যেন হই।


জেলের ছেলে আব্দুল কালাম
হয়েছে রাষ্ট্রপতি
ইচ্ছে তেমন মানুষ হওয়ার
নয়তো কোটিপতি।