মাথায় রাখ হাত মা তোমার কর আশীর্বাদ
তোমার আশিষ থাকলে ঘুচে যাবেই পরমাদ।
আমার বড় পোড়া কপাল মা যে আমার নাই
দুনিয়ার সব মাকে ভাবি আমারই মা তাই।
যেখানে মা থাক তুমি থেকো আমার কাছে
এই দুনিয়ায় মা'র মত আর কে বা বল আছে।
ইচ্ছে করে মাগো তোমার হাতের ছোঁয়া পেতে
পারবে কি মা এসে মাথায় হাত বুলিয়ে যেতে।
নিমেষে যায় ঘুচে মনের দুঃখ কষ্ট যত
কেউ বোঝে না মনের কথা মাগো তোমার মত।
হাজার কেঁদেও ভাসালে আর আসবে না মা জানি
এখন আমার মা হয়েছে বড্ড অভিমানী।