কি গরম কি গরম যাব না তো মরে
মজদুর এক মনে দেখি কাজ করে।
দরদর করে দেখি ঝরে পড়ে ঘাম
বিনিময়ে মজদুর পায় কত দাম।
মজদুর কাজ করে এক মনে তার
তপ্ত অগ্নি পথ হেঁটে করে পার।
মজদুর সমাজের বড় কারিগর
তারা নির্ভীক, মনে নেই ভয় ডর।
দেশে আছে বড় বড় নির্মান যত
মজদুর ব্যতিরেকে সম্ভব হত?
দেয় সুখ অঞ্জলি অপরের তরে
তিলে তিলে মজদুর দেশটাকে গড়ে।
গরম ঠাণ্ডা তাতে কি বা যায় আসে
মজদুর কাজ করে মিটিমিটি হাসে।