মনের কথা লিখব এবার কাঁপবে না আর হাত
ভয়কে এবার জয় করে ঠিক করব বাজিমাত।
মনের কথা বলব খুলে আসুক যতই বাধা
ছলনাতে ভুলব না আর ভেবো না আর গাধা।
সারা জীবন কথা শুনে ধোকাই শুধু খেলাম
জোচ্চোর ঠগ ধোকাবাজদের করব না আর সেলাম।
চোখ রাঙিয়ে লাভ হবে না ধারব না আর ধার
রেহাই মেলার সুযোগ খুঁজে পাবে না এইবার।
সব হারিয়ে আর হারানোর কিছুই তো নেই বাকি
দেখে দেখে পাইনে ভয় আর যতই রাঙাও আঁখি।
এবার টুটি ধরব টিপে এবার নেবই শোধ
অবশেষে উঠল জেগে সুপ্ত বিবেক বোধ।