মতিভ্রম না হলে কখনো এমন কি হতে পারে
ঔদ্ধত্যকেই আঁকড়ে ধরে এভারেস্টে আরোহণের প্রয়াস ব্যর্থ হওয়ার পরেও
তাকে ত্যাগ না করে নিঃসঙ্কোচে আঁকড়ে ধরছ আরও।
প্রলাপ বকার সময় নয় এটা
পায়ের তলার মাটির প্রকৃতি বোঝার চেষ্টা কর।


এভারেস্টের শৃঙ্গে বিজয় কেতন উড়ানো ছেলে খেলা নয় জেনো
একটু পদস্খলন হলেই মিলবে না খুঁজে আর
বিপর্যয় কখন আচমকা নেমে আসে তা নেই কারো জানা
প্রতি পদে তাই সতর্ক থাকা খুব দরকার।


সামনে শৃঙ্গ তবু উল্লাস মনেতে দিও না  ঠাঁই
জুতোর ফিতেটা আঁটো করে বেঁধে নাও
হোক সাধারণ, তবুও কখনো ভেবো না গুরুত্বহীন  
প্রশ্রয় পেয়ে গাফিলতি যেন বেড়ে না উঠতে পারে।


তোমার ঔদ্ধত্য আরোহণের পথে হয়েছে অন্তরায়
পরিস্ফুটিত হোক বিনীত পরিশীলিত সংযত আচরণ
ঔদ্ধত্যকে আঁকড়ে ধরা তো ফাঁদে পা দেওয়ার সামিল
স্বপ্নই থেকে যাবে তবে এভারেস্টে আরোহণ।