মহাপুরুষদের মূর্তির ঠাঁই
ভারতে নাই আর
মূর্তি ভেঙে কালি লেপে
দিচ্ছে বার্তা তার।


মূর্তিগুলো কাঁপছে ভয়ে
কখন যে কি হয়
মূর্তি ভেঙে মুখ পোড়াতে
ওদের যে নেই ভয়।


স্বদেশী হোক বা বিদেশী
ছাড়তো কারোই নাই
ভীষণ ভয়ে কাটাচ্ছে দিন
মূর্তিগুলো তাই।


কখনো ওরা মূর্তি ভাঙে
কখনো মাখায় কালি
ছুটছে ওদের পাগলা ঘোড়া
দুই হাতে দেয় তালি।