নেতাজী কি করে তোমাকে দেখাই মুখ
ভারতবাসীর মনে আজ নেই সুখ।
যে স্বাধীনতা এনেছিলে প্রাণ দিয়ে  
আজ ছিনিমিনি খেলে দেখি তাকে নিয়ে।
দেশটা ভেঙে টুকরো হয়েছে কত
ভারতমাতার বুকে আজ বহু ক্ষত ।
তোমার বুকেও জমে আছে অভিমান
গাইছে না কেউ এগিয়ে চলার গান।
চক্রান্ত আজ চলছে নানান ছলে
ভারতীয় আজ বিভক্ত নানা দলে।
গড়ি মজবুত একটা ভারত এলক্ষ্য কারো নয়
ভারত বলছে ভারতবাসীকে কি তোমার পরিচয়?
স্বাধীনতা চেয়ে আজ পথেঘাটে সংগ্রাম চলে তাই
এই ভারতে সব মানুষের স্বাধীনতা আজ নাই।
যে স্বাধীনতা তুমি দিতে চেয়েছিলে
            তা পাওয়া হল না আর
ভারতবাসী আজ জিজ্ঞাসা করে
স্বাধীনতা তুমি সকলের নও? মুষ্টিমেয় জনতার?