মা, তাহলে পড়ল মনে, মর্ত্যে তুমি এলে
ভুলেই তুমি যাও কি মাগো স্বর্গে ফিরে গেলে।
অবশেষে পড়ল মনে, মর্ত্যে এলে মা
বলতেই হয় মাগো তোমার নেইকো তুলনা।
হাওয়া বদল করতে তোমার মর্ত্যে নেমে আসা
ছেলে মেয়ের প্রতি তোমার এতই ভালবাসা।
কৈলাসে যে আরাম আছে তা এখানে নাই
তাই কি তুমি এসেই বল, এবার তবে যাই।  
কি ক্ষতি হয়,আর কটা দিন মর্ত্যে থেকে গেলে
বোঝ না কেন বেজায় খুশি হই যে তুমি এলে।
স্বর্গেতে সুখ শান্তি আছে এখানে তা নাই
মর্ত্য বাসী আমরাও সুখ শান্তি পেতে চাই।
সবাই ভাবি একটা বিহিত করবে তুমি এসে
অসুর নিধন করার মত কেউ নেই এ দেশে।
মহিষাসুর বধে স্বর্গে সুখ এসেছে ফিরে
সেই স্বপ্ন আমরা এখন দেখি তোমায় ঘিরে।
একটা অসুর নয় মর্ত্যে অনেক বজ্জাত
প্রশ্রয় না দিয়ে ওদের কর মা উৎখাত।
তুমি ছাড়া তাদের নিধন পারবে না কেউ আর
দু দিন হাতে সময় নিয়ে যাও করে সংহার।
মর্ত্যে এখন চলছে মাগো বড়ই দুর্দিন
করজোড়ে প্রার্থনা মা, চাই ফিরে সুদিন।
ঋণী আছি, আরও না হয় বাড়বে কিছু ঋণ
মর্ত্যবাসী তোমায় মনে রাখবে চিরদিন।
নারীদের মান সম্ভ্রম লুঠ হচ্ছে দিনে রাতে
এসেছ তুমি, দায়িত্বটা নাও মা নিজের হাতে।
সারাটা দেশ এখন গেছে দুর্নীতিতে ছেয়ে
আমরা এখন সবাই আছি তোমার পানে চেয়ে।
সময় দেখে এসেছ বেশ, মধুর শরৎ কাল
গরম,বৃষ্টি,শীতকালেতে মর্ত্য নাজেহাল।
ক্ষুধার তাড়নায় এখনও মর্ত্যে মানুষ মরে
ওদের খাওয়ার উপায় করো দুবেলা পেট ভরে।
দশ হাতেতে অস্ত্র তোমার হে মা দশভুজা
তোমার কাছে এইসব কাজ সবাই জানি সোজা।