হারাব না হেরে যাব সেটা কোন বড় প্রশ্নই নয়
হেরে যাব ভেবে বন্ধু দেবে কি অন্যায়কে প্রশ্রয়।
অবশ্যম্ভাবী ন্যায় অন্যায়ের লড়াইটা অনিবার্য
মুক্তির দাবি প্রত্যাখ্যাত এ লড়াই অপরিহার্য।
লহুতে আগুন ধরিয়েছে ওরা পাবে না পরিত্রাণ
এবার আগুনে পুড়ে এক হবে সমান আর অসমান।
যাদের ঠিকানা মাটি থেকে দূরে গগনচুম্বী অট্টালিকা
উকি মেরে দেখে মানুষগুলোকে ভাবে শুধু পিপীলিকা।
দেখেছ ওদের স্থূল দেহ বিলাসিতা ভারাক্রান্ত
নিরন্ন মানুষের জিরজিরে দেহ নানা রোগে আক্রান্ত।
ভান্ডারে ওরা মজুত করেছে পৃথিবীর ঐশ্বর্য
চাইলেই ওরা বিব্রত বোধ করে গালি দেয় অশ্রাব্য।
এবার ওদের এই মাটিতে নামাতেই হবে টেনে
নীচে যারা থাকে ভিন্ন প্রজাতি নয় ওরা যাক জেনে।