হে জননী তোমার এ কি আচরণ
চাও না গ্রহণ করতে
কার দ্বারে গিয়ে চাইব শরণ
পথে পড়ে হবে মরতে?
ভুলে গেলে তুমি আমি কে তোমার
আজকে চাইছ প্রমাণ
এ্যালজাইমারগ্রস্ত হয়ে চিনছ না
তোমার গর্ভের সন্তান?
বলতে শুনেছি হিন্দু মুসলিম
আমার যমজ ছেলে
একজনকে বুকে টেনে নিয়ে আজ
অন্যজনকে দেবে কি ফেলে?
চোখে মুখে তোমার আতঙ্কের ছায়া
দেখেছি পরিষ্কার
এ সিদ্ধান্ত তোমার হতেই পারে না
সন্তানকে বহিষ্কার।
সন্তানের প্রতি মা'র অবিচার
কখনো কি হতে পারে?
কান্নায় আজ বুক ফাটে মা'র
দোষ পড়ে তার ঘাড়ে।
ভাইয়ে ভাইয়ে ছিল কত সদ্ভাব
ছিল ওরা মিলেমিশে
মীরজাফর চায় ওরা লড়াইয়ে মাতুক
ওদের মন ভরে যাক বিষে।
ওরা চায় হোক লড়াই তুমুল
হোক ভাইয়ে ভাইয়ে বিভাজন
সে দুরভিসন্ধি সফল হবে না কখনো
এসো আজ করি পণ
প্রাণের বিনিময়ে ভ্রাতৃত্ব অটুট রাখব
যদি হয় প্রয়োজন ।