আঁধারের কোল ঘেঁসে বসে কাটিয়েছি সারারাত
একটিবারও জানতে চায়নি কি ধর্ম কি বা জাত?
দেখেছি সভ্য শিক্ষিতেরা গোঁড়ামীতে কম নয়
শুধু নামে তারা পায়না খুঁজে কিছুতেই পরিচয়।
হেথা পরিচয়, কি ধর্ম কি জাত? নয় তার ব্যবহার
পর্যুদস্ত মানবতা হেথা পদে পদে খায় মার।
শিক্ষার নামে এঁটেছে মুখোশ তা ছাড়া কিছুই নয়
মানুষ খুঁজতে বেরিয়ে যে তাই পদে পদে ভুল হয়।