অপেক্ষার দীর্ঘ প্রহর হয়েছে অতিক্রান্ত
টকটকে লাল সূর্য আবির গুলিয়ে দিয়েছে সরোবরে
ক্লান্ত দু চোখে নিরাশা এসেছে নেমে
বিশ্বাস হল ভেঙে চুরমার তবু সব প্রত্যাশা নয় ভ্রান্ত।


নেশার আড়ালে দুঃখ লুকিয়ে হাসে বসে একা একা
গুমোট বাতাসে শ্বাস নেওয়া হল দায়
জঠরে আগুন জ্বলছে নিরবে মাতামাতি বিনোদনে
ম্যারাথন রেস শেষ হলে হবে দেখা।


প্রশ্নের পর জমছে প্রশ্ন উত্তরে হিমালয়
কত প্রজাতির জীবাশ্ম এখনও অস্তিত্ব জাহির করে
সতর্ক হওয়া বড় প্রয়োজন নইলে রক্ষা নাই
পর্বতারোহীর লক্ষ্য উচ্চ এভারেস্ট চূড়া জয়।


কৃষ্ণচূড়ার রংযের বাহার মন ছুঁয়ে যায় এসে
মনের কোনে কোনে নেশার প্লাবন বয়ে যায়
নীল গগনে  বাঁধন ছেড়া  পাখি বেড়ায় উড়ে
মন চায় না তবুও ফেরে বাসায় দিনের শেষে।


ফুলে ফুলে মধু খেয়ে প্রজাপতি অনাবিল হাসি হাসে
মোকাবিলা ছাড়া কে গেছে এগিয়ে আগে
হোক না হাজার ক্লান্তি  তবুও জেগে ওঠো এইবার
ঘন অন্ধকার না পেরিয়ে ভোর কি কখনো আসে।