পিঁপড়েগুলো দেখি কেমন সারি সারি চলে
ভাবি ওদের চলার নিয়ম কে দিয়েছে বলে।
ওরা জানে চলার নিয়ম করেনা ঠেলাঠেলি
অবাক হয়ে ওদের চলা দেখি দুচোখ মেলি।
তবে কেন মানুষগুলো চলে না অমন ভাবে
সকল সময় হুড়োহুড়ি কে কার আগে যাবে।
ছেড়ে ওরা বলে না কথা কেউ গায়ে পা দিলে
ঝাঁপিয়ে পড়ে শত্রুনিধন যজ্ঞে সবাই মিলে।
বাবা,মা বলে মানুষ পালায় ওদের আক্রমনে
পিঁপড়ে ক্ষুদ্র এই ভাবনা ঠাঁই দিও না মনে।
ওরা ক্ষুদ্র তবুও ওদের সবাই করে ভয়
বুদ্ধি জ্ঞানে কিন্তু ওরা ক্ষুদ্র মোটেই নয়।
ওরা কঠিন কাজও করে সহজে মিলেমিশে
বিপদ এলে মানুষ দেখি হারিয়ে ফেলে দিশে?
কঠিন কাজও মিলেমশে সহজে করা যায়
পিঁপড়ে বোঝে, মানুষেরা বুঝতে নাহি চায়।
মানুষের তাই হয় দুর্গতি পিঁপড়ে সুখী রয়
বিশাল বপু বুদ্ধিমানের পরিচয় কখনো নয়।