বাগযুদ্ধে মেতেছ তোমরা
অভিযোগ খণ্ডনে
বলতো বন্ধু তোমরা কেন
মাতো না উন্নয়নে।
তোমাদের দোষ ঢাকতে তোমরা
হও যে ব্যস্ত বড়
কে দোষী সে কথা সকলেরই জানা
কেউ ছোট কেউ বড়।
ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলে
কিছুই কর নি তার
আবার একবার সুযোগ চাওয়ার
রাখনি তো অধিকার।
সহজ,সরল মানুষগুলোর সামনে
তোমাদের মুখোশ গিয়েছে খুলে
ওরা তোমাদের বিশ্বাস করবে!
সেই কথা যাও ভুলে।
তোমরা ধূর্ত শৃগালের মত
সে কথা বুঝেছি বেশ
তাই তোমাদের বিশ্বাস নয় আর
তোমাদের দিন এইবার শেষ।