বহুদিন ধরে মনের মধ্যে
একটি প্রশ্ন ঘোরে
কি রকম করে একটুকু ছোঁয়া
মনটাকে তোলে ভরে।


চোখ দুটো কেন ব্যাকুলিত হয়
দর্শন অভিলাষে
কি রকম করে চোখ বুজলেই
এ ওর চোখে ভাসে।


কদিন হয়েছে দুজনের দেখা
তবু কেন মনে হয়
যুগ যুগ ধরে দুজনার মাঝে
আছে চির পরিচয়।


চোখে চোখ রেখে কথা হলে পরে
কি ভাষা তারে কয়
ভালবাসা ছাড়া কেন সেই ভাষা
বোঝা সম্ভব নয়।


ঘুম আসে না চোখে,ক্ষুধাও উধাও
সেই রোগ সারে কিসে
নিমেষেতে নাকি যেতে পারে সেরে
দুটো প্রাণ গেলে মিশে।


অপূর্ব প্রেমের চক্রব্যূহতে
ফেসে গেলে একবার
দেখবে হাজার প্রশ্নের ভিড়
উত্তর মেলা ভার।