তোদের হাতে দিলাম তুলে রসগোল্লার হাড়ি
হাতে পেয়ে বললি এবার যেতে পারিস বাড়ি।
ভাল মানুষ ভেবে দিলাম দেখাশোনার ভার
অমনি বলিস হাড়ির দিকে তাকাবি না আর।
নালিশ এখন করি কাকে করেছি দোষ নিজে
চাপড়াচ্ছি কপাল এখন যাচ্ছে দু চোখ ভিজে।
ভুল করেছি মাসুল এখন গুনছি বসে তার
জানি ন্যায়ালয়ে পাওয়া যায় না সুবিচার।
রসগোল্লা দেখে সবাই দাঁড়ায় ওদের পাশে
চাইছি কেড়ে নিতে দেখে লোভী ভেবে হাসে।
রসগোল্লার হাড়ি আমার ওরা সবাই খাচ্ছে
এই অবিচার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে।