ওই দেখা যায় রথের চূড়া আর বেশী নয় দূর
প্রতি বছর রথের মেলা বসে মোহনপুর।
উর্দ্ধশ্বাসে ছুটছে সবাই রথ টানবে বলে
মিলবে না রথ টানার সুযোগ যেতে দেরি হলে।
জয় জগন্নাথ জয় জগন্নাথ আসছে ধ্বনি ভেসে
সবাই যেন চাইছে যেতে জগন্নাথের দেশে।
রথের রশি ধরে টানার সুযোগটা যার হয়
ভাবে মনে তার মত কেউ ভাগ্যবান আর নয়।
মেলায় গিয়ে গরম গরম পাপড় ভাজা খাই
এত মজা আছে এতে কোথাও তা আর নাই।
রথের মেলায় নাগরদোলা বন বন বন ঘোরে
চাই ছুঁতে ওই আকাশটাকে নাগরদোলায় চড়ে।
ফুচকা জিলিপি আর গজা মেলায় গিয়ে খাই
এত মজা রথের মেলা ছাড়া কোথাও নাই।
মায়ের কথা পড়লে মনে বাড়ি ফিরে আসি
মায়ের কোলে বসে বাজাই মেলায় কেনা বাঁশি।