চোখ বুজে কি থাক তুমি, হে মা সরস্বতী
তোমার জানা নয় কি এখন দেশে কি দুর্গতি।
শিক্ষকদের চরণ ছোঁয়ার সে রীতি নেই আর
ছাত্রগণের হাতে শিক্ষক খাচ্ছে এখন মার।
ছাত্রগণের মর্জি বুঝে চলতে তাদের হয়
সকল সময় তাদের মনে লেগেই থাকে ভয়।
ছাত্র শাসন করার সাহস পায় না এখন তারা
জেনে বুঝে শিক্ষকেরা চান না যেতে মারা।
যারা অভিভাবক তারাও দিচ্ছে তাতে সায়
বলুন এমন ছাত্রদের আর কে তাহলে পায়।
পড়াশুনার বদলে এখন হয় শুধু রাজনীতি
কালকে তারা দেশ চালাবে তাই নাকি এই রীতি।
শিক্ষাক্ষেত্রে স্লোগান উঠে বোমাও সেথায় পড়ে
বলতে পার এমন শিক্ষা কেমন মানুষ গড়ে।
বলতে কোন দ্বিধা নেই দেশ যাচ্ছে রসাতলে
তোমার কথা শুনতে পারে,যাও মা তুমি বলে।
হৃদয়ে ওদের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তুমি যাও
ওদের আশীর্বাদ করে এই শুভ বুদ্ধি দাও।
মাগো তুমি ছাড়া এখন নেই আর কোন গতি
বিদ্যা, বুদ্ধি দিয়ে উদ্ধার করো মা সরস্বতী।