বৃষ্টি কি তুই এলি তবে
তোকে একটা কাজ করতে হবে
করিসনে ভাই রাগ
ভাই ভাইকে খুন করেছে কাঁপেনি হাত
হয়েছে অনেক রক্তপাত
এইবার তুই ধুয়ে দে সেই নির্লজ্জতার দাগ।


ভাবতে পারিস দেখে কসাইখানা
তেমন ভাবনা অমূলক না
পাঠার মতই মানুষ মেরে ঝুলিয়ে দিচ্ছে লাশ
মুষল ধারায় নামরে বৃষ্টি
ধুয়ে যাক সব অনাসৃষ্টি
ঘেন্না ধরে গেছে মনে এমন নরক বাস।


দাড়িয়েছি খোলা আকাশতলে
মনের হিংসা, দ্বেষ, ধর্মান্ধতা ধুয়ে যাক তোর জলে
সহ্য হচ্ছে না আর আমার অন্যায় ব্যভিচার
সবার মনের ত্রাস ধুয়ে দে
সবার মনে বিশ্বাস এনে দে
নতুন করে সাজাই আবার মানবতার সংসার।