নিজের ভাল ভাবতে তোরা শিখবি কবে বল
যাদের পিছে ঘুরে বেড়াস তোদের করে ছল।


ভাইয়ে ভাইয়ে দেয় লড়িয়ে মরিস লড়াই করে
স্বজন হারা কান্নার রোল উঠে তোদের ঘরে।


ওদের কথায় বসতে দেখি ওদের কথায় উঠিস
থমকে দাড়াস ওদের কথায় আদেশ পেলে ছুটিস।


বল তো শুনি, তোরা ওদের কেনা গোলাম নাকি
কেন মেনে চলিস ওদের দিলেও ওরা ফাঁকি।


চায় না দিতে ওরা তোদের  প্রাপ্য অধিকার
বঞ্চনার শিকার হয়েও কি থাকবি নির্বিকার?


সকল মানুষ  সমান ওরা নেয়নি কভু মেনে
হেলার চোখে তোদের দেখে চুপ তবু তা জেনে?


ওরে তোরা ওঠরে জেগে বল তোরা এইবার
ছল চাতুরী বন্ধ কর চলবে না তা আর।


জুলুমবাজির প্রতিবাদে হও সব সোচ্চার
ছোট-বড় নয় থাকবে সবার সমান অধিকার।