তুমি আসবে কি আসবে না তা জানি না
তবু বসে থাকি চেয়ে ঠায়
সময়েরা এসে চুপিচুপি বিনা পাখনায় উড়ে যায়।


গতকালও যার অস্তিত্ব ছিল সারা বুকখানা জুড়ে
না বলে সে গেছে চলে
সে শূন্যতার হাহাকার দাবানো যায় কি পাষাণ তলে।


ঝুনুঝুনু করে ঘুঙুর বাজার আওয়াজ কানেতে আসে
নাচের আসর বসে না এখন আর
তবু সেই বাইজি আসবে ভেবে বসে থাকে সিকান্দার।


ঝরাপাতাগুলো বড় অসহায় ভাবে চেয়ে থাকে
ওরা পড়ে থাকে গাছ তলে
যে পথিকদের ক্লান্তি জুড়াত তারা মাড়িয়ে যায় চলে।