স্বপন দেশে গভীর রাতে তোমার সাথে দেখা
বললে ডেকে নেই কোন ভয় তুমি তো নও একা।
হাবুডুবু খাচ্ছি তখন আমি গভীর জলে
বললে সাঁতার শিখতে গিয়ে ভয় পেলে কি চলে।
হাত বাড়িয়ে দিলে তোমার সাহস পেলাম বুকে
মনের খুশির কথা বলি কেমন করে মুখে।
সেদিন থেকে চলার শুরু নতুন দেশের খোঁজ
ডানা মেলে খুঁজে বেড়াই আশায় মাতি রোজ।
কোথাও নদী কোথাও পাহাড় কোথাও মরুভূমি
এখন তো আর নেই কোন ভয় সঙ্গে আছ তুমি।
না জেনে পার হয়ে গেছি তেপান্তরের মাঠ
তুমি ছিলে তাই ভেবেছি যেন সহজ পাঠ।
ঘোরা হল কত দেশে কত পাহাড় নদী
ভাবছি আরও দেখব কত সঙ্গে থাক যদি।
চাঁদের হাটে জ্যোৎস্না দেখে হেসেই লুটোপুটি
হাতটা ধরে বললে খেলি আয়রে সবাই জুটি।
কান না দিয়ে তার কথাতে যাই এগিয়ে আগে
মৌমাছিরা লুটছে দেখি মধু ফুলের বাগে।
বুকের সুধা ফুলের মত করব বিতরণ
সবার জীবন করব মধুর আজ করি সেই পণ।