কবি হওয়ার বাসনা মনের মাঝে
সামনে খোলা খাতা ছুঁয়ে রয় পেন
বারুদে অগ্নিসংযোগ ঘটাতে প্রয়াস রত
ঘটুক একটা প্রচণ্ড বিস্ফোরণ।
কিছুতেই আর লাগাম টানা যাচ্ছে না
হারিয়ে গিয়েছে যেন সকল নিয়ন্ত্রণ
বড় প্রয়োজন এখন জাগিয়ে তোলা
           ঘুমিয়ে থাকা মানুষগুলোর মন।
পেনের নিবে শুকিয়ে গিয়েছে কালি
সাদা পাতায় একটিও দাগ পড়েনি
তবু সাদা পাতা হয়েছে কলঙ্কিত
জমেছে বুকেতে ধুলোর আস্তরণ।
বিষন্ন বিকাল আশাহত রাগে লাল
স্বপ্ন ধুলায় পদতলে পিষে মরে
শ্বাপদসংকুল অরণ্যে কে দেবে পথের সন্ধান
হৃদয় উঠেছে উৎকণ্ঠায় ভরে
তবে কি প্রাণ দিতে হবে ধূর্ত শৃগালের হাতে
যাওয়া কি হবে না আর ফিরে কোনদিন ঘরে!