ডেকে ডেকে পাইনে সাড়া যখন মাঝে মাঝে
বলতে পার তখন কেন মন লাগে না কাজে।
ভেবে ভেবে সারা হয়েও পাইনে ভেবে কূল
তখন হটাৎ এসে হাতে দিলে গোলাপ ফুল
বলতে পারি হারিয়ে যাব কোথাও নিরুদ্দেশে
চলে যাব হয়তো ভেসে সাদা মেঘের দেশে।
স্বপ্ন বা হোক ভাবনা সেটা তাতে কি যায় আসে
তখন আমি একলা তো নই তুমিও আছ পাশে।
মন লাগে না কেন একা আমার জানা নাই
জানি এটাই মনের দাবি তোমায় শুধু চাই
সুযোগ পেলেই চলে এসো এমনি মাঝে মাঝে
নইলে আমি কেমন করে মন বসাব কাজে।