এটা বাড়িওয়ালার বাড়ি আমরা থাকি ভাড়া
কবে থেকে আছি, এখন ভাবি নিজের পাড়া।
পথ ঘাট খুব পরিচিত সবাই আপন জন
এই জায়গা ছেড়ে যেতে চায় না এখন  মন।
হঠাৎ এল পরোয়ানা সেদিন বাড়িওয়ালার
বলল ছেড়ে দিতে হবে ঘরখানা যে এবার।
হয়তো বাড়ি অন্য কোথাও খুঁজলে পেয়ে যাব
কিন্তু সেথায় এসব চেনা মানুষ কোথায় পাব।
গোকুল মামা চিত্ত কাকা কেউ তো আপন নয়
ডেকে যখন কুশল শুধোয় আপন মনে হয়।
সবাই ভাবে গীতা মাসী মায়ের নিজের বোন
চাইছে না তাই তাকে ছেড়ে যেতে যে মা'র মন।
পাশাপাশি থেকে থেকে পর হয়েছে আপন
চায় না দূরে যেতে যে মন ওদের ছেড়ে এখন।
তবু চলে যেতেই হবে ভাড়াটিয়া যে হই
আমরা ভাড়াটিয়া কোন মানুষ তো আর নই।