ঘনিয়ে আঁধার এলে আসুক ভয় না পেয়ে চল
দল বেঁধে চল দেখবি পাবি তখন মনে বল।
এইতো প্রথম নয়তো আঁধার আগেও গেছে এসে
ভয় না পেয়ে গান গেয়ে চল সবাই হেসে হেসে।
টের পাবি না হয়ে গেছে কখন আঁধার শেষ
দেখবি তখন পৌঁছে গেছিস আলোয় ভরা দেশ।
সেই দেশেতে পৌঁছে মুখে পড়বে হাসি ঝরে
থাকিস যদি তোরা সবাই মিলে পরস্পরে।
কাঁধ মিলিয়ে চলিস যদি পাহাড় পাবে ভয়
ভাববি এমন কঠিন তো নয় আঁধার করা জয়।
সবার জীবন থেকে যখন আঁধার যাবে মুছে
দেখবি তখন দুঃখ কষ্ট কান্না গেছে ঘুচে।
আলোর পথের যাত্রীদের কে রুখতে পারে পথ
চল এগিয়ে বাড়ুক আগে তোদের বিজয় রথ।
একটা কথা তোরা সবাই জেনে রাখিস ভাই
আঁধার দেখে মুষড়ে পড়ার কোন কারণ নাই।