ভাল্লাগে না চেঁচামেচি খিদের সময়
দাঙ্গাবাজের ভাবনা, দেব উস্কে আগুন
ধর্মের দালাল খুঁজছে এই সুযোগই
ভাইয়ে ভাইয়ে ভালবাসা বিনাশ হয়।


কোন নমুনা পেশ করলে পাশে থাকার
রান্নাঘর গেছে আবার ধোঁয়ায় ভরে
আশঙ্কাতে থাকি কোথায় দাঙ্গা বাঁধে
অচ্ছে দিনের চিত্র এখন পরিষ্কার।


গরু এখন ঢুকছে ঘরে গোয়াল ছেড়ে
মায়ের পূজন হয় না গরুর পূজন হয়
করছে মানুষ গরুর মত গুঁতোগুঁতি
গরুর কথায় যখন তখন আসে তেড়ে।


রাখছে মানুষ কপালে তার হাতখানা
গরুর চর্চা শুনছি এখন সবখানে
খিদেতে ভুল বকছি মনে হচ্ছে কি?
তাই যদি হয় চাইব সবার মার্জনা।