নেতিয়ে পড়া যুবার কানে
ফিসফিসিয়ে বললাম,
'কী খবর,পান্থ?'
অর্ধনিদ্রায় মগ্ন ঘুমের ভানে
তাগড়া যুবক শুধাল,
'এখন ওসব দিয়েছি ক্ষ্যান্ত।'


বললাম, বারোটা তো বাজে নি।
তবে কেন ঘুম?
অথচ, নাক ডাকার শব্দ নাই।


যুবা মুচকি হেসে কয়, ভাই!
'বিষয়টা আসলে তা নয়,
মনে শক্তি নাই, দেহে আলসেমি।'


এরপর একদিন এল ডাক
দ্রিম দ্রিম ঢাক
মাঠঘাটে সবুজের নির্যাস।


জনতার ভীড় ঠেলে দেখি,
বৃদ্ধ - কঙ্কালসার দেহ,
জীর্ণশীর্ণ শিশুদের আনন্দোল্লাস।


২২ অক্টোবর ২০২০
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~