পথেঘাটে কারো সাথে দেখা হলে
আগে বলো, আসসালাম
ছোটবড় নাই ভেদাভেদ বলার ক্ষেত্রে
ইসলামেরই এই কালাম।


চেনা জানা হতে হবে - এমন বিধান
নাই তো বলতে, আসসালাম
মুসলিম হলে সালাম দিবে - এমন কথা
শেখায় মোদের আলইসলাম।


বাসা বাড়ি ঢোকার কালে আপনপরে
আগে বলো, আসসালাম
অধিক সালাম- ফিরিশতারা পুণ্য লিখে
পূর্ণ করে তার বালাম।


সুখেদুঃখে কথা বলা শুরুর আগে,
আসসালামু আলাইকুম
এই সালামই সমাজরাষ্ট্রে সবার তরে
আনবে সুখ আর শান্তির ধুম।


সালাম দিলে দূর হয়ে যায় সব কালিমা
ভালোবাসায় পূর্ণ দিল
মুসলিম জাতি ভাইয়ের মতো আপন মনে
এক কাতারে হয় শামিল।


'আসসালামু আলাইকুম'- বলাই তো সুন্নাত,
প্রিয় নবীর মূলনীতি
এই সালামেই বেঁচে থাকে মোদের প্রিয়
সব ইসলামি সংস্কৃতি।


২৩ অক্টোবর ২০২০
ঢাকা।
==========================