~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হেমন্তের শিশির ভেজা প্রাত্যুষে
কাদা মাটির পথ ধরে
তোমারি হাত ধরে নিভৃতে হেঁটে
হাসিতে গড়িয়ে পড়ে
আবার কবে বলিবে, 'সুপ্রভাত'-
হৈম, বিহান বেলার প্রিয়ে,
হৈমন্তিক তুষার-স্নাত কাঁপা ঠোঁটে
দিয়ে যাবে মোরে রাঙিয়ে।


আলতো শীতে আপনকে, আপন
বুকের পাঁজরে বেঁধে
এক মুঠো শিউলি ফুলের মালায়
প্রণয়ের প্লাবন সেধে
নীহার স্নাত নয়ন তারায় হেরিব
তোমার আকুল প্রাণ
এমনি করে উষ্ণ প্রেমের প্রত্যাশে
এই মন করে আনচান।


সোদা মাটির গন্ধে এই হৃদয়ের
শত- সহস্র স্পন্দনে
হারিয়ে যাওয়া সেই প্রবল প্রণয়
ফিরবে নন্দন কাননে
আপন করে আপনকে ডাকিও
মায়াবতী বুকের টানে
আজ হৈমান্ত-প্রাতে মমতা ছড়াতে
তোমায় পাবো কোনখানে?


হৈম মোর, এ বাংলার হেম-হেমন্তে,
নবান্নের তাজা ঘ্রাণে
তুমি স্বচ্ছ অমর, জাগ্রত, চিরায়ত
আমার সতেজ প্রাণে
অপূর্ব অনাবিল অফুরান অনুরাগে
হেমন্তের সিক্ত সকালে
হেসে হেসে ঘাসফুলে চোখ রেখো,
যদিও না, মোর পানে তাকালে।


১ নভেম্বর ২০১৯
ঢাকা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~