অবিদিতা
*********
🖊আখন্দ আল মাহবুব
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অবিদিতা
গতরাতে জেগে ছিলে
কেন জানি টের পেয়েছিলুম -
যদিও তুমি বলো নি
অভিমানে, প্রচন্ড ক্ষোভে।
কিন্তু তুমি ঘুমাও নি,
ঘুমুতে পারো নি, সে তো জানি
ঢের জানি,
বর্ণমালার মতো জানি।
চাঁদ ছিলো না আকাশে
তাই তারাকে জিজ্ঞেস করেছিলুম,
তোমার বিনিদ্র রজনীর খবর।
অভিমানে কতোটা লাল হয়েছো
লাল গালদুটো কতোটা ফুলিয়েছিলে -
হাওয়া ভর্তি সাদা বেলুনের মতো?
মাঘের এই কনকনে শীতে
একাকিনী কতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলে
কিংবা খোলা জানালায় বসে
ঠান্ডা হাওয়ায় কতবার কেঁপে উঠেছিলে?
অবিদিতা
তারাগুলো না, ভীষণ দুষ্টু
তোমাকে দেখে এসে কিচ্ছুই বলে নি
শুধু মুচকি হেসে বলেছিল,
পান্থ, ভোর তো হয়ে গেল, ঘুমাবে না?


১৬ জানুয়ারি ২০২১
ঢাকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~