গতকাল নির্ভয়া,
      আজ আসিফা,
             আগামিকাল কার পালা?
আমার সকাল টা শুভ হয় না,
দুপুরটা নয়, বিকেলটা নয়,
সন্ধ্যেতে নয়, রাত্রি তে নয়।
ভাবি আজ কোন আসিফার পালা?
জানি না কত আসিফা এইভাবে মরবে?
কতবাবা মা অঝোরে কাঁদবে।


খবরের কাগজ আসিফার নামে,
     ফেসবুকের পাতা নির্ভয়ার নামে,
ভয় লাগে পাতা গুলি খুলতে,
জানি না পরের বার কোন বোনটা।
পিশাচগুলিতো বেঁচে যায়,
নির্ভয়া, আসিফারা বাঁচেনা,
পরেরদিন আরেকটা নির্ভয়া,  আসিফা
খবরের কাগজে ঠিক স্থান পেয়ে যায়।
এইভাবে চলতে থাকবে আরেকটা প্রতিবাদী মোমবাতির মিছিল, আরেকটা ডিবেট।
কয়েকশ প্রতিবাদী কবির কবিতার জন্ম হবে,
কয়েকশ ভাষণ, রাজনৈতিক মঞ্চে ভরে উঠবে।