কবি ও কবিত্ব এবং নারী( প্রকাশ নং -৩)


কবির কবিতার ভাষায়,  তার কলম আর কালির প্রতিটি বিন্দুতে নারী তোমাকে ফুটিয়ে তুলেছে স্নেহময়ী,  পুণ্যাত্মা, সোহাগের পাত্রী।


গণিকা হয়েছে কবির অস্তিত্বের বাগ্বিধি, কলমের কালিতে নারী তুমি প্রণয়ী, মায়াবী, যাদুকরী।
রমণী তোমার বিরহে সে গান লিখে, কবিতা লিখে, তোমাকেই মেলে ধরে কবিতার নায়িকা।
তোমার আনন্দে বসন্তের সৌরভ  খুঁজে পায়,
ভালবাসারর ছোঁয়া পায়, তোমাকে নিয়ে হারিয়ে যায় কবিতার আসরে।


নারী তুমি প্রণয়িনী, তুমি বিদ্রোহিণী, তুমিই বঙ্গ লালনা।
তুমি কবিদের লেখার প্রেরণা, তুমি উজ্জ্বল, তুমি জীবন্ত।
তোমার দুর্বলে যারা হানা দেয়, তাচ্ছল্য করে,
তোমার বিবশে পেয়ে সুযোগ নেয়
তাদের প্রতিকূলে বিদ্রোহের আগুন ঝরে কবির কলমে।


নারী তোমার সৃষ্টির কাল থেকে এখনো তোমাকে চলার পথে একা করেনি,  করবে না।
তোমার বিষাদে তোমার পাশে ছিল, আছে,থাকবে।
তোমার খুশিতে গান গেয়েছে, গাই, গাইবে।
পৃথিবী যতদিন  বেঁচে থাকবে, ততদিন তুমি অমর থাকবে কবিতার পাতায়।
তোমার বিপদে আপদে সবাই দূরে থাকলেও তুমি চিরবন্ধু হয়ে কবিদের  পাশে পাবে।


সময় -সন্ধ্যে ৫ টা ০১, তং- ০২/০২/২০১৭
(বিঃদ্রঃ- যারা (সকল কবি) নারীদের হয়ে নারীদের কথা তুলে ধরেন তাদের কে এই লিখা  উপাহার  আমার পক্ষ থেকে তুলে দিলাম)))