অজানা পথে এসেছ তুমি একা,
পথ তোমাকে আপন চিত্তে করেছে মিত্র ,  
ভালবেসে ফেলেছে পথ তোমায়,
পথের অন্তর কোলাহলে।
যাবে তো চলে যাও, বাঁধা দিবে না,
ভালবেসে পথ স্মৃতির পাতায়  রেখে,
ভালবাসা খুঁজে নিবে অন্যের কোলে।
পথের ভালবাসার খোঁজে আসিবে কত মহাজন,
পথ সবাইকে করিবে আপন, ভালবাসার উৎসাহে।
তবুও তুমি যদি চলে যেতে চাও, তোমায় বাঁধা দিবে না,
তুমি নিজেকে আপন গতিতে প্রবাহিত  করো,
বৃহৎ জগতের বৃহৎ  পথের উপসংহারে।
তবুও বলব অবশেষে পারলে থেকে যেও
পথের বুকের মধ্যে।
১৬/০৪/২০১৭, ১১/০৫/am