প্রেমের কবিতা পছন্দ নয়;
আমি বিরোহী কবি
ভালোলাগে বিরোহের কবিতা লিখতে
একফোঁটা বিরহ বোধ সহস্রাধিকের মতো বাঁধে মোর বুকে।


'ভালোবাসা ' সস্তার অনুভূতি
তার চেয়ে বিরোহ ঢের ভালো।


অন্ধকার ছাদে পায়চারি
           কিংবা নিশ্চুপ দুপুর
বোতলের ভিন্ন স্বাদ,
ছাড়খান হৃদপিন্ড,ফুসফুস অনেক শ্রেয়।


ভালোবাসার নথীপত্র পুড়ে গেছে দাবানলে
     ঠুনকো হয়েছে চরিত্র।


অঙ্কের খাতায় থাকা সূত্র বেহিসাবী
ধ্বংসের কবিতা অনেক ভালো;
তাই আমি বিরোহী কবি ।।