বহুদিন পর আবার দেখা হবে
হঠাৎ কোনো এক স্থানে
চেনা কোনো রাস্তায় বা কোনো অপরিচিত পথে
চোখের বিলাপে খুঁজে পাবে পুরানো স্মৃতি
অভিমানী চাওনিতে অপূর্নের দাবী
দোষারোপ হয়ত করবে মন
হৃদয়ে বইবে ঝড়
ঢেউ এর উথাল পাতাল
জমা স্তুপাকার কথার পাহাড় ধ্বংসিত হতে চাইবে
বরফগুলো গলে পরতে চাইবে উষ্ণতার পরশে
দুজনের বাকহিন রূপ
কথার রাশি রাশি বালি মরুভূমি তৈরি করবে
তুমি হবে মরীচিকা
জলে ভরা আঁখি গোপন করে
ঠোঁটে ভরবে হাসি
তারপর আবারও একটা বিদায়।