হৃদয়পুরে বয়ে চলে এক নদী
অচেনা বন্দরে পাড়ি দেয়
কখন বা পাড়ি দেয় মেঠো পথে
গন্তব্যের ঠিকানা নাই।


কখন ধোঁয়াসার ঢাকা পড়ে
কখনও বা প্রখর তাপে মলীন হয়
কখন উচ্ছ্বাসে নাচে
কখন চরে চাপা রয়।


বুক ভেদ করে মুখচ্ছবি
বিলীন হয় সহজে
ঘোলা জলে শ্যাওলা পড়ে
আর্তনাদও বাজে।


কামনার প্রান্তর
ঢেউ ওঠে বারবার
পরিত্যাগের ভীড়ে
লুকায় গুহার ভিতর।